Review This Poem

ভালোবাসা স্রষ্টার মতোই চীরন্তন ;
ভালোবাসা স্রষ্টার মতোই শুদ্ধ ;
ভালোবাসা মায়ের মতোই বিশ্বস্ত ;
ভালোবাসা বাবার মতো নির্ভরযোগ্য ।

ভালোবাসা জলের ন্যায় প্রাকৃতিক ;
ভালোবাসা বাতাসের ন্যায় উন্মুক্ত ;
ভালোবাসা আগুনে পুড়ে হয় শুদ্ধ ;
ভালোবাসা বেঁচে থাকায় করে উদ্বুদ্ধ ।

ভালোবাসা অলৌকিক ভাবে আসে ;
ভালোবাসা হাসি আনন্দে বেঁচে থাকে ;
ভালোবাসার পরিধি পরিবর্তনশীল ;
ভালোবাসা মরে না কিম্বা হার মানে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments