অজস্র মানুষের ভীড়ে আমার পা দু’খানা
হেঁটে বেরাচ্ছে
মহাবিশ্বের পথ জুড়ে আমার দু’পা তারই পদচিহ্ন আঁকছে ।
সামনেকে পেছনে ফেলে আবার দু’পায়ে সামনে হাঁটি
আমার পা’দুটো পৃথিবীর প্যান্ডেলে ঢুকে
গেছে তাই হাঁটি।
পৃথিবীর জমকালো স্রোতের মাঝে আজ আমি হাঁটছি
আমার পদতলে আজ ঘাসগুলো শুয়েছে
তবুও হাঁটছি।
যানজটের বিপরীতে হারানো জীবন নিয়ে হেঁটে চলা
সতন্ত্র পা নিয়ে সৈরাচার পৃথিবীর মিছিলে
পথে চলা।