তিনি ছিলেন রাষ্ট্রের একজন কর্মচারী
আর ভাবে এ যেন তার পৈতৃক সম্পত্তি ;
সারা রাষ্ট্র যেন তার বাপের তালুকদারী ।
একদিন প্রতিবাদী হবে প্রতিটি কণ্ঠস্বর
স্লোগানে স্লোগানে মুখরিত হবে এশহর ;
গর্জে উঠবেই ভীত মুখগুলোর কণ্ঠস্বর ।
এই শহর এই পথও একদিন দখল হবে
সেখানে নির্যাতিত মানুষের মিছিল হবে ;
সেদিন সন্ত্রাসীবাদ নির্বাক চেয়ে থাকবে ।
প্রতিটি বুক একদিন সাহসে ভরে যাবে
ভয় ভীতিকেও দিব্যি বৃদ্ধাঙ্গুল দেখাবে ;
হাতে হাত রেখে সামনেও এগিয়ে যাবে ।
সন্ত্রাসীদের আঁতুর ঘর ছিল যে শহরটা
ভয়ে আতঙ্কে তটস্থ ছিলো আমজনতা ;
সেই শহরে পালিত হবে নতুন স্বাধীনতা ।