Review This Poem

আমাদের পা আছে ,অথচ !
আমাদের সবগুলো পা একত্রিত হয়ে আজ মিছিলে হাঁটে না ।

আমাদের হাত আছে, অথচ !
আমাদের সবগুলো হাত একত্রিত হয়ে এখন আর গর্জে উঠেনা ।

আমাদের মুখ আছে, অথচ !
আমাদের সবগুলো মুখ একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করে না ।

আমাদের মাথা আছে ,অথচ !
আমাদের সবগুলো মাথা একত্রিত হয়ে
উঁচু হয়ে দাঁড়ায় না ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments