Review This Poem

চুরির অপেক্ষায় // কাজী জুবেরী মোস্তাক

চোর এসে দুঃখ কষ্ট সবকিছু চুরি করে নিয়ে যাবে;
শুধু এই অপেক্ষাতে আজকে ঘরের দরজা খোলা থাকবে।
কিন্তু সত্যিই কি চোর আসবে? আর নিয়ে যাবে আমার সকল দুঃখ।
সুখের অগণিত ক্রেতা থাকে; কিন্তু দুঃখের কোন ক্রেতা থাকেনা,
হাসি আনন্দ সুখের সময় সবাই পাশে থাকলেও
দিন শেষে দুঃখ এলে কেউ পাশে থাকেনা।
জ্যোতিষী কখনো কারো ভাগ্য বদলাতে পারে না ;
তবু আমরা জ্যোতিষীর কাছে যাই নিয়তির পালা বদলের জন্য।
ভাগ্য বদলের সুযোগ নিজের হাতে থাকলেও আমাদের আস্থা জ্যোতিষীকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments