একটু ভীড়! ধীরে ধীরে ভীড় বাড়ছে
একদল মানুষ জটলাও পাকিয়ে আছে ,
কেউ একজন জিজ্ঞেস করলো কি হয়েছে ?
হটাৎ-ই একজন বললো মানবতা খুন হয়েছে ।
কি বিস্ময়! কারো কোন দুঃখ নাই
ধর্ম আর জাতের লড়াই লড়ছে সবাই ,
মানবতা খুন হলো কারো দায় স্বীকার নাই
রক্তাক্ত হাত নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে সবাই ।
মানবতার খুনে আসলে খুনিটা কে
ঠাকুর;খান;ফাদার নাকি নাস্তিক কে ?
ধর্মকে দিয়ে খুন করানো হচ্ছে মানবতাকে
আসলে কেউই খুঁজে না মানবতার খুনিটাকে ।