বাংলা কবিতা, আমি প্রতিবাদ কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক - কবিতা অঞ্চল
3.5/5 - (2 votes)

আমাকে চেনো যায়?
আমি কে ?
আমি হলাম প্রতিবাদ !
কি ভাবছো ?
৫৬৯৭৭ বর্গমাইলের কাঁটাতারে বন্দী আমি ?
না !!!
আমি হলাম প্রতিবাদ
ঘুমন্ত আগ্নেয়গিরিতে আমার বাস ৷
আমি গর্জে উঠি সেই সময়
যখন সমাজ ব্যাবস্থা হয় অবিচার ময় ,
আমাকে চেনা যায় ?
আমি কিন্তু সংঘাতময় নই
তবুও
অন্যায় অবিচারে প্রতিবাদী হই ৷
আমি প্রতিবাদ
মুক্তিকামীর সত্তায় আমার বাস
অন্যায়ে ঘুরে উঠাই আমার কাজ ৷
আমাকে চেনা যায় ?
ফিরে যাও স্মৃতির পাতায়
আমি ছিলাম,আছি,থাকবো মুক্তিকামীর সত্তায় ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments