তখন আমার ভীষণ হাসি পায় ,
যখন মঞ্চে জ্ঞানহীন ব্যক্তি জ্ঞানতাপস হয়ে যায় ;
আর আহাম্মক পা’চাটার দলও বাহবা দিয়ে যায় ।
তখন আমার ভীষণ হাসি পায় ,
যখন বিবেকহীনরাই বিবেকের কথা বলে বেড়ায় ;
আর নামধারী চেতনবাজরা হাত তালি দিয়ে যায় ।
তখন আমার ভীষণ হাসি পায় ,
যখন দূর্নীতিবাজ বড় বড় নীতিবাক্য বলে যায় ;
আর রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের কর্তা বনে যায় ।
তখন আমার ভীষণ হাসি পায় ,
ঘুষ খোড়’রাও যখন সততার জন্যে পুরস্কৃত হয় ;
আর পত্রিকার ফ্রন্ট পেজে তার ছবিও ছাপা হয় ।
তখন আমার ভীষণ হাসি পায় ,
আইন অমান্যকারীই যখন আইন শেখাতে চায় ;
আর আহাম্মক জনতা দল তাতে হাততালি দেয় ।
তখন আমার ভীষণ হাসি পায় ,
যখন মাদক ব্যবসায়ী মাদক বিরোধী বনে যায় ;
আর মাদকাসক্তরা মাদক বিরোধী মিছিলে যায় ।
আজ আমার ভীষণ কষ্টও হয় ,
যখন দেখি রাষ্ট্রের ধ্বংস ও মানবতার অবক্ষয় ;
আর ক্ষমতার পালাবদলে সবাই সেচ্ছাচারী হয় ।