ধানে ভরা মাঠ
নদী ভরা মাছ;
তবুও যেন ক্লান্তি
নেই ঘুম কারোর চোখে
কবে যাবে মহামারী
কবে হবে সবকিছু গতিশীল।
মাঠে গরু চরে
যানবাহনে মানুষ চরে,
নেই কোনো হাহাকার
আছে শুধু ভয় আর ভয়।
গাছ দাড়িয়ে আছে,
মানুষ বাড়িতে বসে,
নেই কোনো দূরত্ব
দুটোই যেন সমান্তরাল।
স্কুল বন্ধ,
কলেজ বন্ধ,
পড়ালেখা বন্ধ,
ঘর বন্ধ,
রাস্তা বন্ধ,
বন্ধ বড় শহর।
তবুও যেন সব খোলা!
ছোটদের টিভিতে ক্লাস
বড়দের জুমে ক্লাস
এ যেন বন্ধ নয়।
এদিকে রিপোর্ট চুরি,
ওদিকে ফ্লাইট বন্ধ,
যেন সব নাটকীয়।
তবুও থেমে গেল দেশ
থেমে গেল বিশ্ব।
গুগুল, অ্যাপলের নাটকীয়তা
মাতিয়ে দিল বিশ্বকে;
মানুষের সাথে মানুষের ব্যবহার
মাতিয়ে দিল বিবেককে।
সব দিকে ধ্বংস
চুপ কেন জাতিসংঘ?
যদি বল তুমি
হয়ে যাবে ধ্বংস;
লেখক বুঝায় সাহিত্যে
কবি নারা দেয় কবিতায়।