কালো সাদা সাথে আদা
লাগিয়ে গেল হাজার বাধা
খুলু সাহেব মিল দিয়েছে
তবেই কেন এখন বাধা?
রাজার দেশে আগুন আর
রাজা সাহেব পেট্রোল ডালে!!
ইচ্ছে হয় তাড়িয়ে দিয়ে
রাজার পদ দখল করি।
জমিদারেরা হ্যাঁ হ্যাঁ বলে
পিছনে ফিরে লুকিয়ে তবে;
কিছু কিছু সাদা কালো
রং মিশিয়ে মাঠে নামে।
গুটি কয়েক সাদা রঙেরা
বলছে অনেক ভ্রান্তি করলো
তবে তাঁরাই ফেলছে দূরে
নিজের পাত্রের কালো রঙকেই
নিজের পাত্রের বাঁচা নেই
দূরের জিনিস মাথায় দেই।
স্ব পাত্রের রং বাঁচাই না যদি
বৃথা হবে সব চিল্লাচিল্লি।