মা তোমার দেশের সন্তানেরা বৃথা যেতে দেয়নি,
তোমার দেশের স্বাধীনতা।
দিয়েছে রক্ত, বিনিময়ে এনেছে তোমার দেশের স্বাধীনতা।
মা গো মা…..তোমার দামাল ছেলেরাই পারে-
দেশকে রক্ষা করতে।
বিজয়ের উল্লাসে আজকে আমরা –
মেতে ওঠেছি সকলে।
হাতে হাত রেখে এগিয়ে যাবো দেশের কল্যাণে
মাথা নত করবো না, দেশের শত্রুর কাছে।
দোয়া রেখো মা এগিয়ে যাবো,
দেশকে রক্ষা করতে ;
দেশকে উন্নত করতে।
বিজয়ের দিনে মনে পরে রক্ত মাখা মার্চের কথা।
হানাদারদের সাথে হাত মিলিয়ে,
দেশকে বিক্রি করতে গিয়েছিল রাজাকার আলবদররা।
দাদা চাচাদের মুখে যখনই শুনি
মুক্তিযুদ্ধের কথা ;
গায়ের লোম শিহরিত হয়,
মুখে আসে না কোনো ভাষা।
তবুও বলবো বিজয়ের উল্লাসে মেতে ওঠি সকলে
হাতে হাত রেখে এগিয়ে যাবো
উন্নয়নের ভাগিদার হয়ে।
বিজয়ের দিনে স্মরণে আসে,
ত্রিশ লক্ষ শহীদের কথা,
যাদের কাছে কৃতজ্ঞ আমরা অধমেরা
2020-04-30