তোকে দেখে সুপ্ত হলাম,
তোর মনেতে মালা দিলাম ;
হারিয়ে যাবো দূর বনে’তে
ফিরবো না আর কোনো দিন।
তোর চোখের দৃষ্টি দেখে
লজ্জা পেয়ে ছুটে চলি;
বুজবি না মোর ভালোবাসা
ঘুরবো আমি দিনে রাতে।
তোকে দেখে ক্লান্ত হয়ে
ছুটি আমি অন্য দিকে
তবুও আমি বলবো না
ভালোবাসি তোকে।
তোকে নিয়ে ঘুরতে গেলে
ছুটে যাই অন্য দিকে
তবুও তুই বুঝবি না
আমার মনের ছবি আঁকা।
বুঝলেও বলবি না
ভালোবাসিস কি তুই আমায়?
চেয়ে চেয়ে কাটিয়ে দেব
বাসবো তবে অনেক ভালো।
তোকে নিয়ে স্বপ্ন দেখবো
মধ্য রাতে হঠাৎ করে।
ফিরে এসে বলবো না তা
তোর কাছে তবে।
মাঝে মাঝে বুকে লাগে,
যখন দেখি অন্য দিকে।
একা একা আবেগ ভাসাই
বলবো না কারো কাছে।