গত-বসন্তে ভেসেছিলাম ভালো আজো তা লুকায়ে, কেন তুমি তা বুঝনা সখি, মন যে মানে না মোর! কিভাবে বলি,আহা কিভাবে বলি, খুঁজে পাইনা কোনো দার। সেদিন প্রথম দেখেই তোমায় পড়েছিলাম পুরোটা, কিন্তু তুমি! বুঝনি ইঞ্চি খানেক, কি করি এখন আমি! রেললাইনের কামরায় চলতে চাই হাজার বছর ধরে তোমার হাতটি চেয়ে; শুধু তোমার পথ চেয়ে। তবে নেই শুধু তুমি, আছে হাজারো যাত্রী; কেউ নেই কারো খুঁজে। শেষ কবে দেখা ভুলে গেছি সখি, মনে হয় তবে হবে কোটি বছর শহীদ মিনারের সিরিতে সিরিতে চলতে চাই তোমার সনে। কিন্তু!! তোমায় পাবার আশা করি না, জানিনা কার আছো তুমি বর্তমানে! অডিতে বসে বিকেল শেষে, হাজারো গোধুলি শেষ হতো যদি তুমি থাকতে পাশে। হাজার বছর পরে আবারো লিখিবো কবিতা, যদি তুমি না হও তব মোর। তবে কিভাবে পাবো তোমার মন, বুঝিনা তো মুই কোনো মতে!! তোমায় বলার সাহসটুকু মোর, হবে কবে ভাবি হাজারো রাত জেগে। রাস্তা তার খুজতে খুজতে তুমি হয়ে যাবে পরের। পাবো না তোমায় বুঝে সখি মোর মন, কি দিলে মন হবে দুটো এক, বুঝায়ো ইঙ্গিতে থামিয়ে! হেরে যাবো আমি, কেরে নিবে তোমায়, কোনো এক বিসিএস ক্যাডার। প্রতিদিনের কষ্টের ভাগাভাগিতেও পাইনা কারো খুঁজে, হতে যদি তুমি মোর, পেতে অর্ধাঙ্গ তব। হাসিখুশিতে ভোর হতো কত রাত!