বৃষ্টি, সতেজ পাতা আর ডালে পাখির আনাগোনা
ঠিক তখনি পরে মনে তোমার কথা।
কিন্তু তুমি তো আর নেই সেই তুমি
যাকে নিয়ে ভাবি হাজারও ছন্দ আর কবিতা।
ভাবতাম অনেক কিছু তোমার দুচোখ দেখে;
হঠাৎ একদিন জানতে পারি,
দিয়েছো হৃদয় তুমি অন্য কারোর পনে।
তবে আজ বুকে নেই কোনো চাপা,
দেখি তোমার সেই অন্যের সাথের ভালোবাসা।
যদি তুমি হতে মোর…
বৃষ্টিস্নাত দিনে কাটতো মোদের কত শত সময়
দিতাম উজার করে মোর ভালোবাসা।
আহা কত স্নিগ্ধ সুভাষ আকাশের কথা,
শুনতে পারতাম একটি হৃদয়ের দিয়ে।
কিন্তু তুমি…
তুমি ঠিকই শুনছো এমন হাজারো কথা
মানুষটি তবে ভিন্ন এক রুপকথার।
তোমার সে চোখ দেখলে মোর এখনো হাসি পায়
কেন পেলাম না সে তোমার ছোঁয়া!
হয়তো এ ইটের শহরে পার করা যাবে
হাজারও স্মৃতিমূখর দিন ;
কিন্তু তুমি? তুমি তো থাকবে মোর সেই হৃদয়ের গহীনে।
তোমাকে মনে পরবে মোর ঠিক রাত এগারোটায়।