তেল, চাল,ডাল,মাছ;
ক্রয় কেন কর বেশি?
পরিমিত কর ক্রয়;
অন্যকে সুযোগ দাও।
বাড়াও কেন দাম!!
কিনে তা বেশি বেশি।
ক্রান্তিকালে থাকো সুখী,
অন্যকে সাথে নিয়ে।
মিলে মিশে থাকো সুখে,
নতুবা পড়বে দুঃখে।
শান্তিতে থাকো তুমি
শান্তিতে থাকি আমি।
ঘরে থাকো একা একা,
যদি হয় কষ্ট।
মৃত্যুর চেয়ে তাই হবে,
সর্বোৎকৃষ্ট।
প্রবাসী জনগণ
ঘরে থাকেন কিছুদিন।
নয়তো দেশটা-
হয়ে যাবে ধ্বংস।
আপনি-আমি যদি হই সচেতন;
বাঁচবে দেশটা,বাঁচবে জনগণ।
হাত ধুয়ে সকালে,
কাজ করি এক হয়ে।
2020-03-23