পরস্পর শূণ্যতার ইতিহাস পড়ছি
দুদিক ফেরানো দুটি দেয়াল ঘড়ি টিকটিক করছে।
ট্রেনের হর্ণ দুটো সময়কে ভাগ করে এগিয়ে যায়
টিভিতে কমেডি শো টিটকারি মারে উচ্চস্বরে।
মধ্যরাস্তায় চাঁদ হয়ে শহুরে ল্যাম্পপোষ্ট নামে
রাতজাগা মানুষ হয়ে আমি চাঁদের নিচে আততায়ী।
পরস্পর শূণ্যতার ইতিহাস পড়ছি
দুদিক ফেরানো দুটি দেয়াল ঘড়ি টিকটিক করছে।
ট্রেনের হর্ণ দুটো সময়কে ভাগ করে এগিয়ে যায়
টিভিতে কমেডি শো টিটকারি মারে উচ্চস্বরে।
মধ্যরাস্তায় চাঁদ হয়ে শহুরে ল্যাম্পপোষ্ট নামে
রাতজাগা মানুষ হয়ে আমি চাঁদের নিচে আততায়ী।