দেখ বৃষ্টি নেমে যাবে, মধ্যবয়সি রাতে
আড়ি পেতে শোন তবে, ওম পাবে ঘুম পাতে।
একটি দেয়াশলাই আমার জন্য রাখবে জীবন বাজি
বারুদ ঘষে, চাবুক হয়ে নিকোটিনের পাগলা ঘোড়া।
তুমি ঘুমের পাতে বৃষ্টি ছলাৎ, আমি ব্যালকনিতে ঘুম উপবাস।
ধোঁয়াগুলো বৃষ্টি ছুঁয়ে স্লোগানমুখী,থেমে যাক বিষন্নতার কান্নাকাটি।