আরেকবার এসে একটি আঁচড় দিয়ে যেও
চুমু না খাও, এক কাপ চা খেয়ে যেও।
ব্যাস্ত হাইওয়ের দিকে চোখ রেখে,
দোকানের ছোট্ট টুলে আঁটসাট হয়ে বসে কয়েটি চুমুক
মুখের কথা কেড়ে নিবে কিছু স্মৃতিচারন।
আরেকবার এসে একটি নখের দাগ দিয়ে যেও
হাত না ধর, চাঁয়ের দাম দেয়ার বায়না ধর
বায়নার ছলে হাত দিয়ে থামিয়ে দিবে আমার হাত
এতটুকু স্পর্শে কাটিয়ে দিবো
পরের কবিতার শেষ শব্দ অব্দি।