বাংলা কবিতা, রেহনুমা খালা কবিতা, কবি কার্তু সরকার - কবিতা অঞ্চল
4.4/5 - (5 votes)

‘সেক্সি’। মূলত- ‘গ্ল্যামার’ শব্দটার গভীর একটা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমনটা দুপুরের রোদ নিপুণ চাতুর্য্যে- অপার মুগ্ধতায় নির্নিমিখ চেয়ে থাকে; পাড়াগাঁ’র উঠোনে মায়ের পিঠখোলা ভেজা চুলে। আর চুল সেতো; পৃথিবীর শোভাবর্ধনকারী আশ্চর্য এক লতাগুল্মের নাম। যা সীমাহীন নৈসর্গিকতায় আজন্মকাল ধরে পরিপাটির আচরে বহন করে চলছেন রেহনুমা খালা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments