5/5 - (1 vote)

ভগ্ন হৃদয় চলছে অবারিত ধারায়
স্বপ্নীল প্রজাপতি পাখনা মেললেই নির্বাসন।
ধেয়ে আসছে অন্ধকার,
পূর্ণিমার বুক চিরে।
কোকিলের অনূভূতি গুলো তলিয়ে গেছে
শুন্যতার মিছিলে।
কতকাল দুর্ণিবার,
কত ক্রশ সঙ্গহীন এ পথচলা।
তিমির তিথিতে হানা দেয় এসে বন্ধ খিড়কিতে,
শব্দহীন চলে যায় ।
ছিন্ন ভিন্ন পথে কচি কাচার শব্দে ঘুম ভাংগে,
শুরু হয় নতুন ভোর।
নতুন স্বপ্নে আরাম্বর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments