কারো ইচ্ছার বাহিরের আবাসন,
কারো অভিরুচিতে নষ্ট নিমগ্ন,
হয়তো হালকা ছোঁয়ায় বিক্ষিপ্ত ছোঁয়াচে।
অমিমাংসিত পংকতি গুলো বিচ্ছিন্ন উঠোন ভরা
ছড়িয়ে ছিটিয়ে থাকা থোকা থোকা ।
অপেক্ষা জুড়ে থাকে শুধুই ডাকপিয়ন
তার আসার শব্দে বুকে ককটেল ফাটে,
বিষন্ন অবসাদে হই কিংকর্তব্যবিমূঢ়।
2021-01-08