আকাশ ভর্তি হাজার তারার মধ্যে
অমন দু-একটা ঝলসানো তারা খসে পড়ে গেলে বাস্তবতা খুব একটা বিবর্ন হয় না বা হয়ে যায় না।
কষ্ট উবে গিয়েও শুধু ঠায় দাঁড়িয়ে আমি কিংকর্তব্যবিমূঢ়।
কোথায় কে ঝরে গেলো,
কোথায় কবে কে, কাকে হারিয়ে,
পূর্নিমা কিংবা অন্ধকার রাতে ঠায় দাঁড়িয়ে
রাতের কি দ্বায় তার নিকাশ কষার!
বাকা ঝর্ণা মরে গেলেও যেতে পারে ,
কিন্তু বাকা সাপের কোন চুক্তি নেই সোজা চলার।
শুঁয়োপোকারা প্রজাপতি হয়ে অভিশাপ মুক্ত হয়
একা দাঁড়িয়ে থাকতে অভ্যস্তরা ভালোবেসে ফেলে “একা”।
একা থাকায়।
2023-11-21