মগজের কোটি কোষে তারুণ্য যখন নেমে আসে
অলিক স্বপ্নে বিভোর মহূয়া বাতাস খেলা করে,
কিসের নেশায় যেন মাথাটা ঝিম ধরে আসে,
কি জানি কি অনুভূতি হয় মগজের ভিতরে
জম্পেস কাজ করে।
নিজের সাথে নিজে লড়ে যাই,
চোখ দুটো গোল হয়ে আসে,
আবার বুজে যায় নিরুথশাহীত বাতাসে।
নেমে আসে দীর্ঘশ্বাস তখন।
আলো আধারীর খেলা দোলাচল খেলে যায়।
একি হায় জীবন,
একি হায় তারুণ্যে ভড়া যৌবন,
এত সব চাহিদা নিমিশে মিশে যায়
বাস্তবতার রৌদ্র ক্ষরন।
তবুও বাচি প্রতিটি দীর্ঘশ্বাসে,
যখন চাহিদা উপলব্ধি শেষে দীর্ঘশ্বাস নেমে আসে।
2021-09-01