কঁচি মনে বিস্ফোরণের শব্দ পাও কি?
পাতা ঝড়া গাছে নব সবুজ কুঁড়ি ফুটলে,
উঁইপোকায় বাসা বাধা শরিরেও প্রেমের ধ্যন্নি শুনা যায়।
অগত্যা হিসাব মিলিয়ে দেখো
কতটা ধংসাবশেষের চূঁড়ায় দারিয়ে তোমার এই নগ্ন নৃত্য।
সকাল থেকে সান্ধ্য, কিংবা গভীর নিশি, থেমে নেই তোমার অবহেলার ককটেল।
বোধের উঁনুনে পোঁড়া দি-প্রহরে সে লাল মাটি,
সে কি আমার ছিলো?
নিঃশ্বব্দ চিৎকারের কতটা গভীরে তুমি যেতে পারো?
পারো না তো?
হীন জাতির এ সমাজ সে কি,
সে কি তোমার মত আর দশ জনের অবক্ষয়ের উপর নির্মিত?
বলো কতটা নিষ্ঠুর হলে তুমি পারো!
কতটা নিষ্ঠুর হলে পারা যায়?
বেদনার সাঁইরেন বাঁজিয়ে অন্ধ গলিতে আঁচর কেঁটে যায়
সময়ের বিনিময়ে খরিদ কৃত সাঁজানো নকশায়।
একদিন আসবে,
সেই একদিনের প্রতিক্ষায় হাজারদিন মুখ থুবড়ে পরে থাকা!
2021-01-08