মনডা… খুব একটা ভালা না,
ব্যারাম হইছে মনে কয়,
খালি ক্যামন যানি উলটা পালটা খোয়াব দেহি
দেহি কি__
ফুরফুরা চান্দের রাইতের বাতাসের মইদ্দে তুমি ভাইসা আইতাছো,
হ সত্যই তুমিই আইতাছো___
তুমি যদি আমার হইতা তাইলে আমি এইহানে
এই জংলার মইদ্দে চাইর গাছের মদ্ধিখানে ঊচা কইরা
মাচা বানাইতাম, উপ্রে থাকতো নারিকেল পাতার ছাঊনী
শক্ত গাছের ডাল দিয়া সিড়িও বানাইতাম,
আর দুইজনে মাচার ঊপ্রে বইসা ফুরফুরা চান্দের আলো
পোয়াইতাম,
জংলার সামনে বিল সেই বিলের পানিতে
চকচক কইরা জ্বলতে থাকা আলো গুনার বাহাজ দিতাম দুইজন।
আর মিষ্টি বাতাস জুইরা থাকতো তোমার গন্ধ যুক্ত তুমি।
কওতো দেহি এই জংলার মইদ্দে তুমি আইবা কি কইত্তে
আমি নাহয় বিষাদ গ্রস্থ মানুষ,
বিষাদের চোটে যহন দমডা বন্ধ হইয়া যাইবার উপক্রম তহন
তহন এইহানে নিষ্ঠুরতা মুক্ত বাতাশ নেওনের লাইগা আইসি।
তৃপ্তি পাই।
আনচান কইরতে থাকা মনডা স্থির আর শান্ত হইয়া যায়।
তোমার তো নরম বিছানায় থাইকা অভ্যাস,
তুমি এইহানে তেমন কিছুই খুইজা পাইবানা,
চান্দের আলো, শরিরে হীম শিহরন জাগানীয়া বাতাস,
আলো গোনার মজা এগুলা কিছুই তুমি ট্যা…র ও পাইবা না
তোমার কাছে ধরা দিবো খালি মশার কামড়।