নির্বোধ সমাজেরা কি জানে
অবাধ্যদের বেঁচে থাকার মানে !
কতটা বুদ্ধি মাথায় নিয়ে
এই কাঁঠপুতুল সমাজ আমাকে “অবাধ্য” উপাধিতে ভূষিত করেছে,
তোমরা কেউ কি এর তর্জমা করে বলতে পারবে?
ময়লার ভাঁগাড়ে পড়ে থাকা পলিব্যাগে পচন ধরে না,
পচন ধরে যায় তার চিপায় আটকে থাকা
আধ খাওয়া খাদ্য টুকরায়।
সাদা পাঞ্জাবীধারীদের কাপড় কখনো ছিড়ে যায় না
ময়লা জমে শুধু।
মেহনতী মানুষ!
তাদের জামায় ময়লা লাগে না
শুধু ছিড়েখুঁড়ে যায়।
আসলে তাদের টা কি ছিড়ে যায়?
নাকি ছিড়ে নামানো হয়?
এই কাঁঠপুতুল সমাজের নখের আঁচরের নীল নকশায় !