ধরো যদি কখনো এমন হয়,
ক্লান্তি আমার আবেগ ছুঁয়ে যায়।
বিষন্নতা আঁকড়ে ধরে থাকে আমার,
প্রতি শিরায় শিরায়।
তুমি কি থাকবে পাশে?
কথা কি কবে?
নিশ্বাসের বিশালতা মেপে এক চিলতে ভরসা দেবে?
তখনো কি সাঁজবে এমন মহিনী রুপে?
পড়বে কি কাঁচের চুঁড়ি আমায় ভোলাতে?
কেমন যেন অন্য রকম লাগে।
তোমায় পেলে আকাশ হবো,
মেঘের ভেলায়, মেঘে চরে মেঘ দিয়েই ঘর বানাবো!
মেঘের গর্জে বৃষ্টি হবো,
গড়িয়ে পরবো তোমার গাঁয়।
তোমার কথা ভাবলেই কেমন যেন অন্যরকম লাগে,
খুব ছোট্ট চুঁড়ুই হবো,
গাছের চুড়ায় ঘর বানাবো
হাজার ঝড়েও জরিয়ে রবো,
উষ্ণতায় শিক্ত হবো।
রাত ভর্তি গল্প কবো
রাতের পর রাত কাটাবো।
তুমি থাকবে তো আমার এমন করে?
সন্ধ্যে হলেই আলতা দিবে,
কেরোসিনের কুপি ভরবে,
কুপির আলোয় আমায় খুঁজবে,
দেরি হলে চোখ ভেজাবে চোখের নিচের নোনা জলে!
ও মেয়ে হবে আমার?
2021-01-12