ভাঁজ খুলে দেখো,
ঘোর অমানীশা কেটে যাবে তোমাদের চোখের ইশারায়।
তুমি বা তোমরা যাকে অনায়াসে ভালো বেসে ফ্যালো।
আমি তার দিকে চেয়ে বিষপানে প্রস্তুত।
অন্তরের অক্ষত জমাট রক্তে লিখে দিতে চাই,
সেঁটে দিতে চাই, তোমাদের দেয়ালে ।
জমাট রক্ত আর তুলির আচরে একটি শব্দ “বিশ্বাস করিনা”।
বিশ্বাস করিনা তোমাদের এই রঙ্গলিলা।
তুরুপের তাসে টেক্কা লুকিয়ে গোলামের সাহেবীয়ানা।
বেশ্যার ভাতে ক্ষুধা মেটে তবু তোমাদের বিশ্বাস করা চলে না।
2021-01-12