4/5 - (2 votes)

বস্তুত সহজে ভাসি,জলজ উদ্ভিদের মতোন কান্ডে ধারণ ক’রি বায়ুকোষ্ঠ।গ্রহীয় বলয়ে প্রবাহিত হই আমরা।আপনার সমীপে আত্মসমর্পনের পর;নিয়ত বায়ুর চিত্র আঁকি!যেনো ঝরে পড়েছে পরাগরেণু,মঞ্জুরি শুকিয়ে নষ্ট হয়েছে সম্ভাব।লাবণ্যের তারতম্যে বিদ্বিষ্ট,আলোর প্রতিসরণ ও বিপ্লব।জিজ্ঞাসিব আপনারে।শুনেছি আপনিই জিঘাংসা।নিতান্ত অলস ছাঁয়ার মোহকে নির্দেশ করি ঠোঁটের ক্রীতদাস।সমুদয়ে সংকেত ছুড়ি পঞ্চভূতের,অপর সংজ্ঞায় সমর্থ করে তুলি হৃদয়পদ্মাকাশ।

পরন্তু বিভক্তি,আর তমোহীন নির্ঘন্টে ম্রীয়মাণ অভিন্ন আত্মার কাম।যেথা বিহিত আছে প্রজননের উদ্দিষ্টে মুখিয়ে থাকা সিন্ধুসারস।শৌর্যে-বীর্যে আশ্রয় নিবে কে?মেঘমল্লার!যার সান্নিধ্যে মৃত্যু সুদর্শন,তাকে আমি মৃত্যুরও পূর্বে ভালোবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments