বাংলা কবিতা, প্রাধিকার কবিতা, কবি কান্ত রায় - কবিতা অঞ্চল
4/5 - (3 votes)

যুদ্ধঅদি দ্বারা, 
তোমার বিপক্ষে প্রাধিকার উসুল কোরতে পারিনি বোলে;
কেউ আমায় মেঘনাদ অভিধায় ডাকেনি!
আমি কুম্ভকর্ণের মতোন ছয় মাস ঘুমিয়ে থাকি—
তথাপি একদিন সুধাকর হয়ে জেগে উঠি ভাসান চরে।
অতর্কিতে অসাড় চটে গেলে;
হাতের কাছে তোমাকে পেলে,তোমায়ও ফণা তুলে সাবাড় করি।
এককালে আমি নারদ মুনির কাছ থেকে দার্শনিক পাঠ গ্রহণ কোরেছি—
কিন্তু;সাহিত্যে অবদানের জন্য,
রাজমহিষীর মতোন মৃত্যুদন্ড বাতিল কোরার কেউ থাকলো না!
যেদিন বুকের বিচ্ছিন্নকরণে তোমার মুখগহ্বর
দ্যাখতে পেয়েছি—
প্রভুভক্ত কুকুরের মতোন;আততায়ীর প্রতিটা ছুরির কোপ তোলে নিয়েছি নিজ গতরে।
ছারপোকারা উষ্ণ রক্তবিশিষ্ট রাতের রক্ত খেয়ে বেঁচে থাকে অনেককাল—
মাথার ভেতর উপবনে সাঁতার কাটে রাশিচক্রের দ্বাদশ রাশি!
বয়োজ্যেষ্ঠের আভা পেয়ে জ্বলন্ত চুরুটের মতোন,
মাটিতে ফেলে পায়ে পিষে দিয়েছো আমায়।
‌আমি স্টেশন-চত্বরের এদিক-সেদিক পড়ে থাকি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments