এভাবেই হয়তো কেটে যাবে কয়েক শতাব্দী।
কত রাত-প্রহর রয়ে যাবে নির্ঘুম শীতল;
তোমার অগোচরেই নিঃশেষ হবে অশ্রু-আখিঁ।
কতক স্মৃতি হয়ে রবে বিদীর্ণতল।
কালের সমারোহে ব্যতিব্যস্ত হৃদয়;
কত গোধূলি বয়ে যাবে আনমনে,
পড়ে রবে কিছু অতৃপ্ত ক্ষনিক সময়।
শূন্য নয়নে কেঁদে যাবে মন গোপনে গোপনে।
হয়তো নিঃসঙ্গচারিতায় মেতে রবে;
কোন নিশি গহীনে জমে থাকা নীলে পুড়বে মন,
একাত্মহীনতা তুমি বিহনে।
শিরোনামহীন বিষাদে দেখা আধপোড়া চোখের স্বপন।
হয়তো শতাব্দী গুলোর শেষ হবেনা,
ফিরবেনা কোন মৌনতা গ্লানি।
স্মৃতিগুচ্ছ রবে তোমাতে জমা,
আর আমি!!
বয়ে যাবো সেই অতৃপ্ত ক্ষনিক সময়ের নীল ঘানি…