বাংলা কবিতা, শেষ স্মৃতি কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

যেদিন আমি থাকবো না ঐ নীল সীমানা জুড়ে;
সন্ধ্যা তাঁরা জ্বলবে সেদিন ক্ষীণ আলো দিয়ে।
পড়বে মনে আমার কথা;
ফিরবে না আর সময় কাটা।
আবছা কালোর শরীর ঘেষে;
থাকবে তুমি নীরব বেশে।
আনমনেতে করবে তুমি বিষাদ কলরব;
দেখবে সেদিন হারিয়ে যাবে ছিল যত স্মৃতি সব।
খুঁজবে ফিরে সবুজ নীড়ে;
রাত গহ্বরের আলোর ভীড়ে।
শেষ প্রহরে থাকবে একা,বিদায় দিয়ে রাত;
অবশিষ্ট আলো বিচ্ছুরণ করে পালিয়ে যাবে চাঁদ।
থাকবে এই ধরণীতল,থাকবে আরো তুমি;
সন্ধ্যা তাঁরাও থাকবে সাথে,থাকবো না এই আমি।
অবশেষে হবে যখন নীল প্রহরের ইতি;
মরে গিয়েও বেঁচে রবে ক্ষনিকের শেষ স্মৃতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments