ওহে রমনী,
তুমি কার ঘরের ঘরনি,নাকি
শুধুই স্বপ্ন বিলাসের কল্পিত সুশ্রী ললনা আর প্রেমের কোন সারনী?
তুমি তো সুজলা মুক্ত বিহঙ্গী রূপিত কামিনী।
তুমি কি দূর আহাজারি, নাকি
অপবিত্রের পবিত্র রূপে ফুটে ওঠা
কোন পদ্ম রাগিণী?
তুমি তো অনাকাঙ্ক্ষিতের দূর্লভ এক আকাঙ্ক্ষিণী।
তুমি কি অঙ্কিত কোন খোয়াব,নাকি
শ্যামল তরু ছায়ার ন্যায় অবসাদ
আর ক্লান্তিহীন কোন জননী?
তুমি তো সেই স্বপ্নচারিনী,যার হয়না কোন ক্ষয়
অম্লান,তবে বেলা শেষা চির সম্মানী।
ওহে কল্প তরুর নন্দিনী,
তুমি নয়তো কোন গুঞ্জনী,তবে
স্বতঃস্ফূর্ত আর্তনাদ আর চিৎকারহীন অক্ষত এক প্রানবন্ত জয়োধ্বনি।
2020-03-01