বাংলা কবিতা, বিষন্নতা কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি - কবিতা অঞ্চল
4.2/5 - (4 votes)

গগনচুম্বী মিটিমিটি তাঁরা,
জ্বলছে জোনাকির তালে।
জ্যোৎস্নারা আজ হয়েছে হরণ।
বিষাদে মন ভরে।

তন্দ্রাহীনতায় জাগিছে নয়ন,
কল্পনা বিহনে হৃদয়।
কাটবে না এই ক্লান্তি-বিষাদ,
ফুরিয়ে যাবে সময়।

বিষণ্ণতায় ঢেকে গেছে মন,
কালো অন্ধকার ছাপিয়ে।
ভেবে ভেবে দিশেহারা হলাম,
নিশিও যাচ্ছে পেরিয়ে।

ঐযে দেখা যায় ভোরের আলো,
রবি বুঝি উঠলো জেগে।
পাখ-পাখালির কলকলানি,
প্রগাঢ়তায় আচ্ছন্ন অবসাদ;
আর ক্লান্তি দুটি চোখে।

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখবো,
হলো না সেই সুযোগ।
নিশি পেরিয়ে ভোর হলো যে,
বিষাণ্ণতায় দুর্ভোগ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments