বাংলা কবিতা, নববর্ষ কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি - কবিতা অঞ্চল
3/5 - (1 vote)

হৃদয় হরষে,
মনের বরষে-
আনমনে একাকী;
ডেকে যায় কোন জনে?
ওই যে শোনা যায় আগমনী গান,
নববর্ষ নাকি হাঁকে!

কি হাস্যকর মানবজাতি;
পান্তা-ইলিশ ভাতে-
অসহায়ে নাকি না খেয়ে মরে রঙিন বৈশাখে।
হায়রে বেহায়া মন!
বাস্তবতা দেখ চক্ষু মেলিয়া;
দুকান পাতিয়া শোন।

পৃথিবীর আজ অসুখ হয়েছে,
হৃদয়ে বিষাদ নিয়ে;
নববর্ষ তুই কোন অগোচরে গেলি,
গরীবের হক মেরে।

ঐ যে দেখ রাস্তার ধারে,
পথসহায়দের পানে;
চাল-চুলা ও আহার নেই তবু,
কালবৈশাখী কেন হানে?
হায়রে বেহায়া মন!
বাস্তবতা দেখ চক্ষু মেলিয়া;
দুকান পাতিয়া শোন।

নববর্ষ তুই অনেক আকাঙ্ক্ষিত
বাঙালি জাতির মনে।
আসলি যদি রাঙিয়ে দিতে;
ফিরিয়ে দে সেই হাসি-উল্লাস
স্তব্ধ হাহাকারের শূন্য ক্ষনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments