বাংলা কবিতা, তুমিই সে বাবা কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

দশমাস রাখিয়াছো গর্ভে ধরিয়া,
জন্ম দিয়াই ফেলিয়া গিয়াছো চলিয়া।
তারপর আর রাখনাই খবর,
কি ভাবিয়াছো!!
তুমি ছাড়া মোর হইয়াছে কবর।
তোমার পর আইলো তাহার পালা,
তিলে তিলে আজো সহিয়াছে জ্বালা।
তুমি যখন গিয়াছো ভুলি,
তখন দিয়াছে মুখে অন্নখানি তুলি।
হয়নাই কভু ক্ষুন্ন মন,
নিঃস্বার্থে দিয়াছে সারাটা জীবন।
প্রয়োজন তথা অপ্রয়োজনে,
খোঁজ রাখিয়াছে প্রকাশ্যে আর অতি গোপনে।
করেনাই তবো চক্ষু আড়াল,
রাখিয়াছে মোরে যত্নে-সামাল।
সবার আড়ালে মন কাঁদে তাহার,
করিলে কেউ রাগ-অনাদর।
বুঝিনাই কভু তোমার মায়া,
সে দিয়াছে মোরে স্নেহ ছায়া।
অনুভবে দেওনাই মাতৃ-আচঁল,
তাই ধরিয়াছে তাহা আদরের পাল।
এভাবেই কাটিল কুড়িটি বছর,
সাথে নিয়া বাবা;
তোমার ভালবাসা আর সীমাহীন আদর-সমাদর।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Mathew
Mathew
10 months ago

Awesome! Thanks.