রংধনুর রং মলিন করে,
বাতাসে উড়িয়ে একমুঠো বিবর্ন ছাই;
দাড়িয়ে বাস্তবের বিশাল চত্বরে।
ভাবি শুধু নির্বাক মনে;
এ কোন মোহ-মায়া জড়িয়ে রেখেছে আষ্টে-পৃষ্টে!
আর কিছু লাগেনা মনে,
শরীর যেন নিস্তেজ রক্তশূণ্য
চিন্তারাও আজ অবসাদগ্রস্ত- আর মন বিষন্ন।
ঝাপসালো জীবনে শুধু অশ্রুর ক্ষরণ,
অন্ধকার যেন আলোকে করেছে হরণ।
আর জাগেনা দোলা,লাগে না যে ভালো,
মরণ যেন তীব্র ঝাঁযালো।
প্রতি নিশিতে তন্দ্রার ঘোরে হয় স্বপ্ন হরণ,
তাই টেনেছি পর্দা ও জীবনের পানে;
দিয়েছি আবরন।
2020-04-18