বাংলা কবিতা, জীবন ভেলা কবিতা, কবি কামরুন্নাহারস্মৃতি - কবিতা অঞ্চল
3/5 - (2 votes)

লাশের পরে লাশ ভীড়েছে,
গুনছে কেউ না কেউ।
কাঁদছে কতক চিৎকার-চুপে,
বইছে মৃত্যু ঢেউ।

কেউ ডাকছে আল্লাহর ঘরে,
কেউবা গীর্জা-মন্দির।
চারিদিকে আজ হাহাকার করে,
স্তব্ধতার দৃঢ় সন্ধি।

রাতের পরে রাত চলেছে,
দিনের পরে দিন।
মৃত্যু যেন হাসছে খেলছে,
আর জীবন সুকঠিন।

ঐ বুঝি ডাকছে মৃত্যু,
এই লাগে ভয়।
মরন ভয়ে সবাই ভীতু,
জনম কেমনে সয়!!

আকাঙ্ক্ষায় ভরা মন নিয়ে,
কাটছে অবুঝ বেলা।
মৃত্যু নদী পাড়ি দিয়ে,
ভাসুক জীবন ভেলা।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Alamin
Alamin
4 months ago

আপু আপনার বইটা আমার লাগবে