চারিদিকে যখন নাচ-গান,আঁকাআকি আর গল্প কবিতার ছড়াছড়ি।
তখন আমি!
উন্মুক্ত হাওয়ার এই ব্যস্ত শহরের বুকে এক কল্প নারী।
শৈত্যের পরে বসন্তের আগমনে যখন কোকিলের কুহু ডাক শুনি!
অস্ফুট গলির তীরে কোন এক আধ প্রৌঢ় নীড়ে আমি তখন এক স্বপ্নচারী।
যখন আদর্শে থাকে একটি গল্প কিংবা কোন অগ্রজের নির্লিপ্ত কাহিনী!
তখন আমি কামিনী উত্তরাধিকারের দাবিতে মুক্ত বিহঙ্গীরুপে হই পদানুসারী।
হ্যাঁ আমি অনুরাগী,নীল গগনের পানে তাই মেলেছি পাখা হয়ে এক ধূসর স্বপ্নঘুড়ি।