ঝড় উঠেছে,ঝড় উঠেছে,
বইছে বাতাস ঢেউ।
কোথায় যে ভাই কেমন আছে,
জানলো নাতো কেউ।
রাত পোহাবে,রাত পোহাবে,
আশা বুকে বেঁধে।
কেউবা ঘুমায়,কেউবা জাগে
ঊর্ধ্বে দুহাত তুলে।
ভোর হলো রে,ভোর হলো যে
সূর্যের হাসি ছাড়া।
আকাশ কাঁদে,বাতাস কাঁদে
স্বজন গৃহহারা।
কোথায় যাবে,কোথায় খাবে
নেই যে ঘরবাড়ি।
সুখ-শান্তির কপাল পুড়লো
নববধূ সেই নারী।
এদিক-সেদিক,যেদিকেই চায়
পায়না খুঁজে কূল।
গরীব-ভৃত্য অভাগা ওরা
জন্মই অগাধ ভুল।
জীবন ধ্বসে,মরন খসে
প্রকৃতির হিংস্র শোধ।
কেউবা হারায় স্বজন জমিন
ভাসায় আপন বোধ।
হায়রে ঘূর্ণি,হায়রে ঘূর্ণি
তুমিই নাকি ঝড়।
মানুষ তোমার নাম দিয়েছে
খোদার সৃষ্টির পর।