এ যেন আমি আমাকে ভুলে গিয়েছি
কবে যে নিজেকে হারিয়ে ফেলেছি— নিজের অজান্তে,
কত অবহেলা,অবজ্ঞা উপেক্ষা করে হয়েছি আমি পরিশ্রান্ত।
ইংলিশে যাকে সেক্রিফাইজ বলে
বাংলায় বলে তাকে বিসর্জন,
পরোপকার আমায় তৃপ্ত করেছে—
তাকেই বলি এটা বড় অর্জন।
অনেকদিন আগে আমার যে জীবন ছিলো
সমুদ্রের উদ্দাম ঢেউয়ের মতো,
আকাশের মতো বিশাল মন যে ছিলো—
সে মন কেড়ে নিলো প্রাক্তন ক্ষত!
দুমড়ে মুছড়ে গেছে যে জীবন আমার
খেয়ে না খেয়ে করেছি কঠোর পরিশ্রম,
উত্তরসূরীকে সর্বসুখ করেছি যে দান—
সে দিয়েছে আমার কবরে এক মুঠো মাটি।
জীবনের যত সেক্রিফাইজে নিজেকে করেছি উপস্থিত,
নিজের জন্য করেছে কি কেউ একটুখানি সেক্রিফাইজ?
জীবন আমার শেষের দিনে তখন আঁধার আলো ঘরে—
সেই ঘরে গিয়ে দেখি জন্মদাতা করেছে সেক্রিফাইজ।
অতঃপর,
আমি আমাকে ভুলে গিয়েছি,
এই শহর যেন ভুলে গিয়েছে আমার আসা যাওয়া,
সেক্রিফাইজ কিংবা বির্সজনে এই শহর
তোমাকে একদিন চিনবে না।