আমি মানুষের সুখের কথা ভাবছিলাম
সুখের কথা ভাবতে গিয়ে দেখি,
চারদিকে চলছে মানব ধর্ম নিয়ে—
বাড়াবাড়ি রকমের ঠাট্টা,মশকরা,
আমার যেন চোখ ছলছল করে উঠে..
একেই বলে কি মানুষ নাকি মানবতা?
যারা মানুষের চেয়ে অমানুষ হতে চায়,
যারা দাঙ্গা,লুটতরাজ করে অন্যের চোখে—
বেদনার বিপুল অশ্রুপাত এনে দেয়!
আমি তাদের মানুষ বলিবো কি করে?
হিংস্র বিট্রিশেরা যত ভাগ করেছিলো মানবতা
ফারাক করেছে এক হবে না হিন্দু-মুসলমান,
আমরা ভেঙ্গে দিয়েছি তাদের নীল নকশা—
ধর্ম নিয়ে নয় গোঁড়ামি,মানুষে মানুষ সমান।
তবুও কেন আজ তোমরা গিয়েছো ভুলে
মানবতার বিস্তর ফাঁকে দেখাও নিজের ক্ষমতা মহান?
গুজব যদি হয় “কান নিয়ে গেছে চিলে”,
তুমি জানোয়ার! বুঝোনি কখনও মানুষেরও আছে প্রাণ।
আমি আজ মানুষ বলিবো কারে?
যেখানে সেখানে ধর্ম নিয়ে হচ্ছে লুটতরাজ—
ঘরবাড়ি জ্বলে পুড়ে হচ্ছে ছাই,
যার ঘরে দুবেলা আহার জোটে নি,
তাঁর ঘরে পুড়ে দগ্ধ হয়েছে সাধের অর্থ,গবাদ পশু।
হে মানবতা! হে বিবেক! হে সুশিক্ষা!
আজ তুমি কি নেই মানুষের অন্তরে?
হারিয়ে যাওয়ার আগে জানিয়ে দিতে—
ওরে তোরা শকুন হবি,আমি পালিয়ে গেলাম!
আমি আজ মানুষ বলিবো কারে?
আমি আজ দু’চোখের অশ্রু সরাবো কিসে?
আমি আজ লেখার কলম ভেঙেছি—
আমার বিবেক আজ নত হয়েছে মানুষের ক্ষমতার বিষে।