এখন দুচোখ বন্ধ করা মানে
তুমি হারিয়ে যাওয়া—একদম কোনো বাহানা ছাড়াই!
আগুনপাখি হয়ে যদি তুমি আমার দুচোখ
ঝলসে দিতে—তখন আমি চোখ হারিয়ে ফেললেও,
তোমার চলে যাওয়াকে আমি কল্পনা করে নিতাম।
তোমাকে কল্পনা করা যায় না এখন
মেঘের দৃশ্যমান আঁধারের মতো—
তুমি হৃদয়ের দাগ কেটে গেছো,
একটা কড়া রোদ নেমে আসুক—তোমার হয়ে
যে রোদ আমার হৃদয়ের যত আঁধার,
একবারেই মুছে দেবে।