নির্জন যায়গা দেখে আমি একদিন আনারস ক্ষেতে ঢুকে
চুপ করে একটা আনারস হয়ে গেলাম
অনেকগুলো চোখ দিয়ে এক সাথে অনেক কিছু দেখবো বলে।
অনেকগুলো বেদনাকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সম্ভাবনা
দেখছি এগারোটার সূর্য একদিকে টগবগ করে ফুটছে
দেখছি একদিকে বাতাস বইছে ফুলের রেণু নিয়ে
একদিকে শালের অরণ্য। এক দিকে শব্দ। শো শো। কিসের যেন।
সাবলীল বেদনা যখন সৃষ্টিশীল হয়েছিলো
নিশ্চয়ই অনেক কিছু মিলে এমন একটা
মহান একাকিতার জন্ম হয়েছিলো
বহুদিকে তাকাতে তাকাতে আমি কেবল একের কথাই ভাবলাম।
মনে হয় আমার অনেকগুলো চোখ হলেও একটাই মাত্র চোখ
অনেকগুলো সংবেদন হলেও একটাই মাত্র অনুভব।
দেখি উপরের সাথে নিচের কোন মিল নেই।
কাছের সাথে দূরের কোনো তুলনা হয় না।
দিনের থেকে রাত পুরোটাই আলাদা।
অনেকগুলো চোখ দিয়ে আনারসের মতো দেখলে
অনেক রকম ভাবনাকে রূপ নিতে দেখা যায়।
অনেক রকম দেখা যায়। অনেক কিছু দেখা যায়।