ধরা যাক, একটা রৌদ্রজ্বল আকাশ, ক্রমশ হয়ে উঠছে বেগুনী।
এবং আরো ধরা যাক একজন নিষ্কাম নপুংসক রাস্তায় দাঁড়িয়ে আছেন।
এখন যেহেতু, আমাদের ক্রমাগত ব্যর্থ হয়ে চলা = The unwashed phenomenon
সুতরাং, (diamonds and rust + the history of sex × american pie) ÷ (√2×π)
এই সমীকরণে মেপে ফ্যালা যায় পৃথিবীর সমস্ত শারীরিক গণিত।
৬০%+১০+২০% – ৯০%
কাম, কলা, রক্ত এবং বিচ্ছিন্নতা।
ডিকনস্ট্রাকশন & ডিস্টার্বেন্স, কনস্ট্রাকশন & গার্বেজ।
ক্রমাগত লিখছে $$ গুনছে= অর্থহীন।
√2 the power of the earth= অর্থহীন
π এর পরিপূর্ণ মানে হিসেব করা পাছার বাঁক≠ কবিতা।
a √2 heaven + a band named led zaplin.
কমদামি সিগারেট টানতে টানতে
সঙ্গম কিংবা বিপ্লব ছেড়ে শিল্পের কাছে ফেরার আলাপটা শেষ হচ্ছে না
শুন্যতা=শুন্যতা ∞ শুন্যতা। প্রকট কালো আলখেল্লায় সারি সারি লেখা গণিত।
মূলত আমি গণিত ঘেন্না করি।
এবং, পুকুরের পানিতে সাপ দেখলে ভয়ে পালিয়ে যাই।
2020-11-13