স্বর্গের নির্বোধ হুরপরীদের চাই নি বলে,
আমি এক স্বেচ্ছা নিমজ্জিত রাজহাঁস- ডুবে যাই সমুদ্র জলে।
একটি দ্বীপে, একটি উজ্জ্বল জ্বলজ্বলে দ্বীপে-
তোমার বুক স্বর্গে ঢুকে পড়বার আগে-
আমি মানুষ নই, এক বিজন শালিক
তোমার বুকের তিলে ডুবে গিয়ে স্বর্গবাসী হই। ভূমধ্যসাগর থেকে গ্রিক রমণীর শখের ফিশবোলে যাতায়াতের মাঝে-
একটা রঙিন মাছ তুলে দেখি উজ্জ্বল আকাশ।
তোমার বুকের তারায় পুড়ে আমি স্বর্গবাসী হই।
তবু আমি এক স্বেচ্ছাচারী রাজহাঁস,
ডুবে যাই তোমার সমুদ্র চোখে।
স্বর্গের নির্বোধ হুরপরীদের, এখন হাঙর ধরার মৌসুম।
2020-06-23