একটু শোনো, পৃথিবী ছুটছে৷
ছুটে চলছে
নির্বান
বোধিবৃক্ষ
সিদ্ধার্থ গৌতম।
ধীরে ছুটুক, এসো আটকাই তাকে।
টেনে থামাই কলার ধরে।
ধীরে,
ধীরে,
ধীরে, তাকে থামতে হবে।
আর কী হতে পারে বাতাসের চেয়েও একা?
পাখিরাও কী আমাদের কথা শোনে?
ফুলেদের মন কী হয় ভীষণ ভালো?
পাতারা মূলত কাদের কথা বলে?
কতবার জন্ম নিলে আমরা ক্লান্ত হবো?
কে আর বলে কথা নিরবতার চেয়ে বেশি?
নির্বান, বোধিবৃক্ষ, সিদ্ধার্থ গৌতম এবং
সমস্ত বুদ্ধি বোধ বিদায় নেবার পর-
এই সমস্ত প্রশ্ন নিয়ে, আমি নির্বিকার- আনন্দে থাকি৷