নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা দুপেয়ে গাছ। আমরা তারে ডালিম বলি, নইলে সাদাটে জবা।
এইখানে হঠাৎ শোনা যায় ডাহুকের গান। বেনোজলে ভেসে ম্যানগ্রোভ হয়ে ওঠে দূরবর্তী, ক্রমশ, ক্রমশ এবং ক্রমশ।
কিন্তু কোন ধোঁয়া মেঘে দ্যাখা যাবে তোমার আশ্চর্য টিপ?
নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা দুপেয়ে গাছ। আমরা তারে ডালিম বলি, নইলে সাদাটে জবা।
এইখানে হঠাৎ শোনা যায় ডাহুকের গান। বেনোজলে ভেসে ম্যানগ্রোভ হয়ে ওঠে দূরবর্তী, ক্রমশ, ক্রমশ এবং ক্রমশ।
কিন্তু কোন ধোঁয়া মেঘে দ্যাখা যাবে তোমার আশ্চর্য টিপ?