পৃথিবীর উর্বর মাটি চিরে ফসল ফলিয়েছে মানুষ,
তখনও সে স্বাধীন ছিলো।
বাঁধা পড়ে নি ভুমিতে, ব্যক্তি কিংবা ইশ্বরের সম্পদে।
রাষ্ট্র কিংবা ভূমির অসম বন্টন তখনো দেখা যায় নি।
পৃথিবীর উর্বর মাটি চিরে ফসল ফলিয়েছে মানুষ।
ভারত, আফ্রিকা, রোম কিংবা স্ক্যান্ডিনেভীয়ায়,
তখনও বর্বরেরা স্বাধীন ছিলো।
মুক্ত মানুষেরা গড়েছিলো পৃথিবী, আমেরিকা থেকে ভারতীয় উপমহাদেশ।
আমাদের প্রাচীন পুর্বপুরুষদের মত, আমরাও স্বাধীন হবো।
আমাদের স্বশাসিত পৃথিবীতে হবে ভুমির ন্যায্য বন্টন।
পৃথিবীর উর্বর মাটি চিরে আমরা ফসল ফলাবো।
ভারত, আফ্রিকা, রোম কিংবা স্ক্যান্ডিনেভীয়ায়,
দুঃসময় থেকে সুসময়ে, মানুষ পৌঁছে দেবে মানুষকে।
2020-06-30