বাংলা কবিতা, পাসপোর্ট সাইজের দেয়াল কবিতা, কবি কায়েস মাহমুদ - কবিতা অঞ্চল
Review This Poem

তোমার কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়া যাই।
একখান পাসপোর্ট সাইজের ছবি আছে মানিব্যাগের ভেতর।
পাশে একটা বিশ টাকার নোট, চা গোল্লিপ খাওয়ার লাইগা৷
আমি রাস্তা দিয়া যাই, রেশমিকার মত তোমার হাসি মাথায় মাথায় ঘুরে৷
“এই বানচোদ, রেড জোনে ঢুকছিস ক্যান?
শালা মাওবাদী।”
তুইলা আইনা বসায়া দিছে ক্রসফায়ারের সেলে।
মাথার পিছে হাত দিয়া দেয়ালে দেয়ালে তাকাই।
সব কয়টা দেয়ালে ক্যান তোমার ছবি দেখি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments